- চাঁপাইনবাবগঞ্জে স্বাভাবিক মৃত্যুর দুই মাস পর হত্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ নিয়ে সোমবার বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। লিখিত বক্তব্যে ফাতেমা বেগম বলেন, গত বছরের ২৬ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামের নিকটতম আত্মীয় আব্দুস সামাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তবে জমিজামা সংক্রান্ত বিরোধ থাকায় হয়রানি ও ফাঁসানোর উদ্দেশ্যে সেই স্বাভাবিক মৃত্যুর ২ মাস পর গত ২৫ নভেম্বর আটজনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী দুলালী বেগম। মামলার তদন্তকারী কর্মকর্তা নির্দিষ্ট কোন সিদ্ধান্তে না আসতে পারায় সোমবার (৫ জানুয়ারী) ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে বলে দাবি করেন। ময়নাতদন্তের রিপোর্টসহ মামলাটির সুষ্ঠু তদন্তের দাবি জানান। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক কবির হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুকিম আলী, সিজানুর রহমান, আলমগীর, দেওয়ার হোসেন ও গাজলু রহমানসহ অন্যরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


